‘অতি ধনী’ মানুষের সংখ্যা বৃদ্ধির তালিকায় শীর্ষে বাংলাদেশ

লন্ডন-ভিত্তিক ‘ওয়েলথ এক্স’ এর রিপোর্ট অনুসারে ‘অতি ধনী’-দের তালিকায় শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আর, ‘অতি ধনী’ মানুষের সংখ্যা বৃদ্ধির তালিকায় শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশে।

Rich

Source: Pixabay (Creative Commons)

এক পয়সাও ধন। কিন্তু এক পয়সার অধিকারীকে ধনী বলা যায় না। তাহলে ধনী কে? আসলে বিষয়টি আপেক্ষিক। আজকাল ধনীর উপর ‘অতি ধনী’ নামেও একটি বিশেষণ তৈরি হয়েছে। আল্ট্রা হাই নেট ওয়ার্থ (ইউএইচএনডাব্লিউ) বা অতি ধনী তারাই যাদের সম্পদের পরিমাণ ত্রিশ মিলিয়ন ডলার বা তারচেয়েও বেশি।
Rich
Source: Pixabay (Creative Commons)
লন্ডন-ভিত্তিক প্রতিষ্ঠান ‘ওয়েলথ এক্স’ সম্প্রতি অতি ধনীদের নিয়ে একটি প্রকাশ করেছে।

এই রিপোর্ট অনুসারে অতি ধনীদের শতকরা ৩৫ ভাগ বাস করে উত্তর আমেরিকায়। সেখানে ৯০,৪৪০ জন অতি ধনী রয়েছে।

অতি ধনীদের শতকরা ২৮ ভাগ বাস করে ইওরোপে। সেখানে তাদের সংখ্যা ৭২,৫৭০।

আর এশিয়াতে রয়েছে শতকরা ২৭ ভাগ। সংখ্যা ৬৮,৯৭০।

অতি ধনীদের শতকরা ৪ ভাগ বাস করে মধ্যপ্রাচ্যে। সংখ্যা ৯,০৯০।

দেশ হিসেবে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে ৭৯,৫৯৫ জন অতি ধনীর বাস। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। সেখানে ১৭,৯৭৫ জন অতি ধনী রয়েছে।

এরপর চীন, জার্মানি, কানাডা, ফ্রান্স, হংকং, যুক্তরাজ্য, সুইটজারল্যান্ড এবং দশম স্থানে রয়েছে ইতালি।
Rich
Source: Pixabay (Creative Commons)
একটি দিক দিয়ে বাংলাদেশ উপরে স্থান পেয়েছে। সেটি হলো অতি ধনী মানুষের সংখ্যা দ্রুতহারে বাড়ার তালিকা। এই তালিকায় বাংলাদেশ শীর্ষস্থানে। ওয়েলথ এক্স-এর তথ্য অনুসারে, বাংলাদেশে ১৭ দশমিক তিন শতাংশ হারে অতি ধনীর সংখ্যা বাড়ছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন। তাদের বৃদ্ধির হার ১৩ দশমিক ৭ শতাংশ। এরপর আছে ভিয়েতনাম, কেনিয়া, ভারত, হংকং এবং আয়ারল্যান্ড।

Follow SBS Bangla on .


Share
Published 14 September 2018 11:36am
Updated 14 September 2018 1:04pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends