ভিক্টোরিয়াতে বাংলাদেশী কমিউনিটি এডভান্সডমেন্ট মেলবোর্নের উদ্যোগে স্বাধীনতা দিবস ও বৈশাখ উদযাপন

গত শনিবার ২৬মার্চ ২০২২ বাংলাদেশী কমিউনিটি এডভান্সডমেন্ট মেলবোর্নের উদ্যোগে স্বাধীনতা দিবস ও বৈশাখ উদযাপন করা হয়। প্রায় দুই হাজারেরও অধিক বাংলাদেশীদের সমাগম ঘটে সকাল ১১টা থেকে শুরু হওয়া এই আয়োজনে, যেটি শেষ হয় রাত ১০টায়।

The BCAM event was attended by a variety of cultural figures and organizations living in Victoria, as well as many from other Australian states.

The BCAM event was attended by a variety of cultural figures and organizations living in Victoria, as well as many from other Australian states. Source: Arnob Bhattacharjee/ GOZ Photography

অনুষ্ঠানে ভিক্টোরিয়াতে বসবাসকারী বিভিন্ন সাংস্কৃতিক ব্যাক্তিত্বরা ও সংগঠনের বাইরেও অস্ট্রেলিয়ার অন্যান্য স্টেট থেকেও অনেকে অংশগ্রহণ করেন।

এছাড়াও এই আয়োজনের মূল আকর্ষণ ছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপা, যিনি তাঁর সুরের মূর্ছনায় দর্শকদের মন মাতিয়েছেন।

জাতীয় পুরুস্কারপ্রাপ্ত বাচিকশিল্পী মেলবোর্নের রওনাক রাব্বানী সুবর্ণা ও ইয়াসির আরাফাতের উপস্থাপনায় শুরু হয় এই দিনব্যাপী জমজমাট আয়োজন।
Khairul Islam Shachi, a young man from the Bangladeshi community who is suffering with MND, shared his story in a video to raise awareness about MND.
Khairul Islam Shachi, a young man from the Bangladeshi community who is suffering with MND, shared his story in a video to raise awareness about MND. Source: Arnob Bhattacharjee/ GOZ Photography
সাংস্কৃতিক পরিবেশনায় আরো ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মৃণাল কান্তি দাস, কিংবদন্তী সংগীতশিল্পী বশির আহমেদের সুযোগ্য সন্তান সংগীতশিল্পী রাজা বশির, পারভিন সুলতানা, হিমানি মজুমদার, নওরীন চৌধুরী, এবং রায়হানা শারমিন মিশু, মেলবোর্নের ওভারড্রাইভ, সিডনির বাংলাদেশী ধুমকেতু পরিবেশিত লাইভ মিউজিক এবং নৃত্য পরিবেশন করেন সাঈদা সায়েরা।

এছাড়াও শিশু-কিশোরদের বাংলাদেশী সাংস্কৃতিক সংগঠন একতারা এই আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানস্থলে পোশাক, গহনা এবং অন্যান্য বিভিন্ন পণ্যের পাশাপাশি ঐতিহ্যবাহী (বৈশাখী) খাবারের স্টল ছিল।
Children performing at the Bangladesh's Independence Day and Boishakh in Victoria.
Children performing at the Bangladesh's Independence Day and Boishakh in Victoria. Source: Arnob Bhattacharjee/ GOZ Photography
ভিক্টোরিয়াতে বসবাসকারী বিশিষ্টজনরাও এই অনুষ্ঠানে তাদের বক্তব্য তুলে ধরেন এবং বিসিএএম-এর আগামীর জন্য তাদের মূল্যবান উপদেশ ও দিকনির্দেশনা দেন।

মেলবোর্নের বাংলাদেশী কমিউনিটির প্রবীণ সদস্য মুক্তিযোদ্ধা আবু আফজাল তাঁর অভিজ্ঞতা এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি এমএনডি, ভিক্টোরিয়ার সিইও মোটর নিউরোন ডিজিজ নিয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ত্বারোপ করেন।
There were stalls of traditional food as well as clothing, jewelery and various other products at the venue.
There were stalls of traditional food as well as clothing, jewelery and various other products at the venue. Source: Arnob Bhattacharjee/ GOZ Photography
উইন্ডহ্যাম সিটির কাউন্সিলর জশ গিলিগান, প্রাক্তন কাউন্সিলর ইন্তাজ খান, পয়েন্ট কুক এলাকা থেকে ভিক্টোরিয়ার লেবার দলের প্রার্থী ম্যাথিউ এবং টার্নেইট এলাকার ভিক্টোরিয়ার লেবার দলের প্রার্থী ডিলন তাদের শুভেচ্ছা বক্তব্য পেশ করেন।

এছাড়াও কমিউনিটির জ্যেষ্ঠ সদস্য জালাল আহমেদ কুমু, ফেডারেশন ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ড. আজিজ রহমান, ড. কবির পাটোয়ারী, ব্যারিস্টার নুরুল ইসলাম খান এবং জনাব রকিব দেওয়ান বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন যারা বিসিএএম-এর আগামীর দিনের কর্মসূচী নিয়ে তাদের শুভেচ্ছা ও দিকনির্দেশনা দেন।
Singer Kanakchapa performs in the programme.
Singer Kanakchapa performs in the programme. Source: Arnob Bhattacharjee/ GOZ Photography
এমএনডি ভিক্টোরিয়ার সিইও বিসিএএম-কে এমএনডি'র পাশে থাকার জন্য প্রচেষ্টার জন্য একটি প্রশংসাপত্র দেন। বাংলাদেশী কমুউনিটির তরুণ খায়রুল ইসলাম শচী যিনি এমএনডিতে আক্রান্ত তিনি তার কাহিনী ভিডিওচিত্রের মাধ্যমে সবার মাঝে তুলে ধরেন এমএনডি'র সচেতনতা বৃদ্ধির জন্য।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, এসময় মঞ্চের এনং উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত দর্শকদের বলতে শোনা যায়,"শচী আমাদের শিখিয়েছে কীভাবে বর্তমান মুহুর্তে বাঁচতে হয় এবং আমাদের যা আছে তা উপলব্ধি করতে হয়"।
Chidren performing in a cultural programme organised by BCAM.
Chidren performing in a cultural programme organised by BCAM. Source: Arnob Bhattacharjee/ GOZ Photography
বিসিএএমের সংগঠকদের পক্ষে সুমন মাজহার বলেন, "যদিও এই আয়োজন একটি ফ্রি ইভেন্ট ছিল, তারপরেও আমরা সবাইকে মোটর নিউরন ডিজিজেস (MND) রিসার্চ ইনস্টিটিউট, ভিক্টোরিয়াতে দান করতে এবং অস্ট্রেলিয়ান রেড ক্রস, বর্তমানে ঘটে যাওয়া কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস'এর বন্যা আপিলের মাধ্যমে কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলস-তে বন্যা দুর্গতদের সহায়তা করার জন্য উৎসাহিত করেছি ৷"
Singer Raja Bashir performs in the programme.
Singer Raja Bashir performs in the programme. Source: Arnob Bhattacharjee/ GOZ Photography
"ইভেন্ট চলাকালীন, আমরা অনলাইন এবং নগদ অনুদানের মাধ্যমে এমএনডি ভিক্টোরিয়ার জন্য ৫০০০ ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করতে সাহায্য করেছি। এই তহবিল সরাসরি এমএনডি ভিক্টোরিয়াকে দেওয়া হয়। আমরা যতটা সম্ভব এই ধরণের তহবিল সংগ্রহের জন্য প্রচার চালিয়ে যাব।"
A section of audience is seen in BCAM programme.
A section of audience is seen in BCAM programme. Source: Arnob Bhattacharjee/ GOZ Photography
উল্লেখ্য, নবগঠিত বাংলাদেশী কমিউনিটি এডভান্সমেন্ট মেলবোর্ন (BCAM) একটি স্বেচ্ছাসেবক এবং সমাজকর্মীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক দাতব্য সংস্থা।
Chidren performing in a cultural programme organised by BCAM.
Chidren performing in a cultural programme organised by BCAM. Source: Arnob Bhattacharjee/ GOZ Photography
-প্রেস বিজ্ঞপ্তি

Follow SBS Bangla on .


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 30 March 2022 5:25pm
Updated 31 March 2022 10:59am
Presented by Shahan Alam

Share this with family and friends