কোভিড -১৯ আপডেট: ভিক্টোরিয়া দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা চালাবে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ৬ অক্টোবর, ২০২১ এর আপডেট এটি।

Victorian Health Minister Martin Foley (left) and Victorian COVID-19 Commander Jeroen Weimar arrive to address the media during a press conference in Melbourne, Wednesday, October 6, 2021.

Victorian Health Minister Martin Foley (left) and Victorian COVID-19 Commander Jeroen Weimar in Melbourne, Wednesday, October 6, 2021. Source: AAP/James Ross

  • ভিক্টোরিয়া ২.২ মিলিয়ন দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা কেনার জন্য প্রস্তুত
  • এনএসডব্লিউ নতুন করে আর্থিক কষ্টে থাকা ব্যবসায়ীদের সহায়তা প্রদান করবে
  • ১২ বছরের উর্দ্ধে ক্যানবেরিয়ানদের ৬৬ শতাংশেরও বেশি নাগরিকদের সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছে
  • কুইন্সল্যান্ডে স্থানীয়ভাবে নতুন কোন কেস নেই

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া স্থানীয়ভাবে ১,৪২০টি নতুন কেস রেকর্ড করেছে। এগারো জন মারা গেছেন, চলতি প্রাদুর্ভাবে এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৬৮তে দাঁড়িয়েছে।

সরকার স্বাস্থ্যসেবা খাতে ২.২ মিলিয়ন দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। পরবর্তীকালে এটি স্কুল, জরুরি পরিষেবা এবং অন্যান্য "বিশেষ ঝুঁকিপূর্ণ ব্যবস্থায়" সম্প্রসারিত করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী মার্টিন ফোলি বলেছেন, গতকাল ৯০ হাজারেরও বেশি ভিক্টোরিয়ানকে টিকা দেওয়া হয়েছে, যা ৫ অক্টোবর মঙ্গলবার দেশব্যাপী দেয়া মোট টিকার অর্ধেকেরও বেশি।

আপনার কোভিড -১৯ ভ্যাকসিনেশন বুক করতে ক্লিক করুন 

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলস স্থানীয়ভাবে ৫৯৪টি নতুন কেস এবং দশটি মৃত্যুর রেকর্ড করেছে।

সহায়তা পেতে যোগ্য নয় এমন আর্থিক অসুবিধার সম্মুখীন ব্যবসার জন্য আর্থিক সহায়তা বিবেচনা করার জন্য একটি নতুন প্রতিষ্ঠিত হয়েছে।

প্যানেলটি কেস-বাই-কেস ভিত্তিক ব্যবসাগুলির মূল্যায়ন করবে যেগুলো ২০২১ কোভিড -১৯ বিজনেস গ্রান্ট, মাইক্রো-বিজনেস গ্রান্ট এবং জবসেভার পেমেন্টের জন্য যোগ্যতার মানদন্ড পূরণ করতে পারেনি।

আপনার ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট বুক করুন 

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি

অঞ্চলটিতে স্থানীয়ভাবে ২৮টি কেস এবং একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

সেন্টেনারি হসপিটাল ফর উইমেন এন্ড চিলড্রেন-এ একটি শিশু পজেটিভ হয়েছে।

বর্তমানে এসিটিতে ৩৯৫টি সক্রিয় কেস রয়েছে।

আপনার কোভিড -১৯  এখানে ক্লিক করুন।

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

ব্রিসবেন ধীরে ধীরে প্রথম ডোজের ৭০ শতাংশের কাছাকাছি চলে এসেছে। প্রিমিয়ার আনাস্তাসিয়া পালুসেই ইপসভিচ, লোগান, বিউডেসার্ট এবং সানশাইন কোস্টের বাসিন্দাদের টিকা দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 6 October 2021 1:48pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends