সাউথ অস্ট্রেলিয়াতে মেডিকেল এবং হেলথ প্রফেশনালদের স্থায়ী ভিসা আবেদনের প্রক্রিয়া বেশ সহজ করা হয়েছে

সাউথ অস্ট্রেলিয়া ইমিগ্রেশন বিভাগ হেলথ কেয়ার এবং মেডিকেল পেশার কর্মীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভিসা প্রক্রিয়ার কাজ শুরু করেছে। COVID 19 মোকাবেলায় রাজ্য সরকারকে সহায়তা করতেই এই কর্মসূচি নেয়া হয়েছে বলে সাউথ অস্ট্রেলিয়া সরকারের এক মিডিয়া রিলিজে জানানো হয়েছে।

Year in Review: Australia in 2020

Year in Review: Australia in 2020 Source: AAP Image/David Mariuz

মিডিয়া রিলিজে জানানো হয়েছে যে, সাউথ অস্ট্রেলিয়ার কোন স্বীকৃত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা মেডিকেল এবং স্বাস্থ্যসংশ্লিষ্ট পেশায় পড়াশোনা শেষ করেছেন এবং বর্তমানে সেখানে বাস করছেন কিংবা তাদের মনোনীত পেশায় কমপক্ষে পাক্ষিক ৪০ ঘন্টা করে কাজ করছেন, এমন ভিসা প্রার্থীদের তিন মাসের কাজের অভিজ্ঞতার আবশ্যিকতা তুলে দেয়া হয়েছে। তবে এই নিয়মটি শুধু প্রভিশনাল 491 ভিসার বেলায় প্রযোজ্য।  সাবক্লাস 190-এর জন্য ভিন্ন নিয়ম প্রযোজ্য।

মেডিকেল এবং হেলথ প্রফেশনালদের মধ্যে যারা প্রভিশনাল 491 সাবক্লাসে আবেদন করছেন এবং সাউথ অস্ট্রেলিয়ায় বাস করছেন কিংবা তাদের মনোনীত পেশায় প্রতি দু' সপ্তাহে অন্তত ২০ ঘন্টা কাজ করছেন তাদের ভিসা আবেদনের জন্য কাজের অভিজ্ঞতার নিয়মটি তুলে নেয়া হয়েছে।

এদিকে কর্মরত রেজিস্টার্ড নার্সদের জন্য ৫ বছরের অভিজ্ঞতার নিয়মটিও বাদ দেয়া হয়েছে।

মেডিকেল এবং হেলথ প্রফেশনালদের ভিসা আবেদনের জন্য স্টেট নোমিনেশন পয়েন্ট এবং ইংরেজিতে বুৎপত্তিসহ কমপক্ষে ৬৫ পয়েন্ট প্রয়োজন হবে।

অন্যদিকে স্থায়ী সাবক্লাস 190-এর জন্য মেডিকেল এবং হেলথ প্রফেশনালদের সাউথ অস্ট্রেলিয়াতে তাদের মনোনীত পেশায় সপ্তাহে অন্তত ২০ ঘন্টা করে ১২ মাসের  কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা রিজিওনাল এলাকায় তাদের মনোনীত পেশায় সপ্তাহে অন্তত ২০ ঘন্টা করে ৬ মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

190 সাবক্লাসে আবেদনকারী কিছু পেশা বাদে অন্যান্য সকল পেশার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। 

ভিসা প্রসেসিংয়ের সময় নির্ভর করবে কি পরিমান আবেদন জমা পড়েছে এবং এক্ষেত্রে অবশ্যই মেডিকেল এবং হেলথ প্রফেশনালদের অগ্রাধিকার দেয়া হবে। 

ইমিগ্র্যাশন সাউথ অস্ট্রেলিয়ার মিডিয়া রিলিজে আরো বলা হয়েছে যে COVID 19-এর কারণে ভ্রমণ বাতিল করা হয়েছে যা অনেকের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার হবে, তাই তাদেরকে অফশোর আবেদন করতে বলা হয়েছে।  এছাড়া যারা অস্ট্রেলিয়ার বাইরে আছেন এবং সাউথ অস্ট্রেলিয়ায় ফিরতে পারছেন না  তাদেরকে 'Immigration SA Apply Website' এই পেইজে অনলাইন ইনকোয়ারির জন্য সাবমিট করতে বলা হয়েছে। 

আরো পড়ুন: 



Share
Published 3 April 2020 1:25pm
Presented by Shahan Alam

Share this with family and friends