বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

গত ১২ মার্চ ২০২২, শনিবার সন্ধ্যায় সিডনির বিডি হাব মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া।

গত ১২ মার্চ, ২০২২ সিডনির বিডি হাব মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া।

গত ১২ মার্চ, ২০২২ সিডনির বিডি হাব মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া। Source: Bangladesh Ladies Club Australia

“নারীর সুস্বাস্থ্য ও জাগরণ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ম্যাকোয়েরিফিল্ডের সংসদ সদস্য আনোলাক চ্যান্টিভং এমপি, নারী সংগঠক ও কাউন্সিলর ড. সাবরিন ফারুকী, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর মুহাম্মাদ খলিল-সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি রাহেলা আরেফিন তার সূচনা বক্তব্যে বলেন, নারীর প্রতি সব রকম বৈষ্যম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে নারীদের এগিয়ে চলা আরও বেগবান হবে, তিনি এই প্রত্যাশা করেন।
Bangladesh Ladies Club Australia
Source: Bangladesh Ladies Club Australia
সংগঠনটির পক্ষ থেকে নব-নির্বাচিত বাংলাদেশী বংশোদ্ভূত উপস্থিত কয়েকজন কাউন্সিলরকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটির কনভেনর ও বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. শায়লা ইসলামের পরিচালনায় সমসাময়িক রোগ ও তার প্রতিরোধ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। বক্তারা এতে নারীদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন ও পরামর্শ দেন।

সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারের আয়োজন।

Follow SBS Bangla on .


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 



Share
Published 15 March 2022 11:01am
By Sikder Taher Ahmad

Share this with family and friends