সিডনির লাকেম্বায় মৃত মহসিনের লাশ বাংলাদেশে পাঠানো হয়েছে

Mohammad Mohsin Biswas

Mohammad Mohsin Biswas. Source: Supplied

সিডনির লাকেম্বায় গত ২০ অক্টোবর আত্মহত্যা করেন বাংলাদেশী যুবক মোহাম্মদ মহসিন বিশ্বাস। মৃতদেহের ময়নাতদন্তের পর তার লাশ ফেরত দেওয়া হলে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে সম্প্রতি তার লাশ বাংলাদেশে পাঠানো হয়েছে। এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশীদের একমাত্র লায়ন সংগঠন শাপলা-শালুক লায়ন্স ক্লাব, ডিস্ট্রিক্ট ২০১ এন ৫ অস্ট্রেলিয়া এর প্রেসিডেন্ট লায়ন ডাক্তার মইনুল ইসলাম।


লাকেম্বায় মৃত বাংলাদেশী যুবক মোহাম্মদ মহসিন বিশ্বাসের জানাজার নামাজ ‍অনুষ্ঠিত হয় ১ নভেম্বর, শুক্রবার বাদ জুম্মা, সিডনির রুটি হিলস মসজিদে।

তার লাশ বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন কেন্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের বাংলাভাষী কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটু, সমাজসেবক কাজী খালেকুজ্জামান আলী এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশীদের একমাত্র লায়ন সংগঠন শাপলা-শালুক লায়ন্স ক্লাব, ডিস্ট্রিক্ট ২০১ এন ৫ অস্ট্রেলিয়া এর প্রেসিডেন্ট লায়ন ডাক্তার মইনুল ইসলাম।
এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রশাসন ও মৃত মহসিনের বাংলাদেশে অবস্থানরত পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় সাধনের কাজে সহযোগিতা করেন ক্যানবেরাস্থ বাংলাদেশ হাই কমিশন এবং সিডনিতে বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের কর্মকর্তাগণ।

লাশ দেশে পাঠানোর জন্য কমিউনিটির পক্ষ থেকে অনুদান সংগ্রহ করা হয়। লায়ন ডাক্তার মইনুল ইসলাম বলেন, “এটা কারও একক প্রচেষ্টা না।” তিনি আরও বলেন, “আমাদের এককভাবে ক্রেডিট নেওয়ার কিছু নেই।”

সবাই সমানভাবে এর জন্য কাজ করেছে, বলেন তিনি। বাংলাদেশী কমিউনিটির আন্তরিকতারও প্রশংসা করেন তিনি।
লায়ন ডাক্তার মইনুল ইসলামের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share