অস্ট্রেলিয়ায় স্কুলগুলোতে ‘ইমেজ অ্যাবিউজ’ বন্ধ করতে চায় সরকার

A still from the eSafety video about images being shared without consent

A still from the eSafety video about images being shared without consent Source: Supplied

১৮ থেকে ২৪ বছর বয়সী প্রতি পাঁচ জনে এক জন অস্ট্রেলিয়ান কোনো না কোনো সময়ে ইমেজ-অ্যাবিউজের শিকার হয়েছেন। অর্থাৎ, তাদের ছবি কিংবা ভিডিও তাদের অনুমতি ছাড়াই শেয়ার করা হয়েছে। এখন স্কুলগুলোতে এ রকম আচরণ বন্ধ করতে অস্ট্রেলিয়ান সরকার এবং ফেডারাল পুলিস উদ্যোগ নিয়েছে।


ছেলে-বন্ধুর সঙ্গে সম্পর্ক থাকার সময়ে ব্যক্তিগত কিছু ছবি পাঠায় এক স্কুল-শিক্ষার্থী। পরবর্তীতে সেগুলো প্রকাশ করে দেওয়া হয়।

ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট-এর মতে, দেশ জুড়ে এ রকম ঘটনা ঘটছে। 

অনুমতি ছাড়া ছবি ও ভিডিও শেয়ার করার বিষয়ে তিনি ১,৬০০ রিপোর্ট পেয়েছেন। এগুলোর তিনভাগের এক ভাগ হলো ১৮ বছরের কম-বয়সী বালক-বালিকার। এসবিএস নিউজকে তিনি বলেন, এই বিষয়ে খুব কমই রিপোর্ট করা হয়।

কম-বয়সী অস্ট্রেলিয়ানদের মাঝে এই প্রবণতা বেশি দেখা যায়। ই-সেফটি কমিশনার এই ভিডিওটি প্রকাশ করছেন, এবং এ সংশ্লিষ্ট অন্যান্য উপকরণ, যেমন স্কুলের পাঠ-পরিকল্পনাও প্রকাশ করছেন। 

এক্ষেত্রে অস্ট্রেলিয়ান ফেডারাল পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে। 

ই-সেফটি কমিশনার আরও বলেন, সেক্সটিং ইস্যু নিয়ন্ত্রণে কোনো কোনো স্কুল কাজ করছে। তবে, অন্য স্কুলগুলো এক্ষেত্রে পিছনে পড়ে গেছে।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .


Share