এসবিএস বাংলা শীর্ষ খবর: ১৮ জুলাই, ২০২৪

TONY BURKE CFMEU PRESSER

Minister for Employment Tony Burke at a press conference at Parliament House in Canberra, Wednesday, July 17, 2024. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


আজকের শীর্ষ খবর:
  • লেবার পার্টির জাতীয় নির্বাহী সদস্যরা আজ বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে যে এটি সিএফএমইইউর নির্মাণ বিভাগ থেকে অনুদান নেওয়া অব্যাহত রাখবে কিনা।
  • নতুন এক সরকারি তথ্যে দেখা গেছে, থ্রিজি সুইচওভারের পর ট্রিপল জিরো নম্বরে কল করার সক্ষমতা হারাবেন এমন ফোরজি ব্যবহারকারীর সংখ্যা ৭ লাখ ৪০ হাজার থেকে কমে ১ লাখ ২ হাজারে নেমে এসেছে।
  • ডেমোক্র্যাটিক পার্টির আরেকজন সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনকে রাষ্ট্রপতি নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
  • আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার সময় হামাস ও ফিলিস্তিনের আরও চারটি সশস্ত্র গোষ্ঠী যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত হয়েছে।
  • ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট বলেছেন, হিজবুল্লাহর যোদ্ধাদের সীমান্ত থেকে সরিয়ে নিলে তার দেশ হিজবুল্লাহর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ইচ্ছুক। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন ইসরায়েল চাইলে যে কোনো মুহূর্তেই হামলা চালানোর ক্ষমতা রাখে।
  • এদিকে বাংলাদেশে কোটা সংস্কারের পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’-এর ঘোষণা দিয়েছে।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং 
পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আর, এসবিএস বাংলার এবং 
ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন 
চ্যানেল।

উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।

Share