"এই নাগরিক পঞ্জির বিষয়টি নিয়ে এমন কিছু ঘটেনি যে বাংলাদেশকে উদ্বিগ্ন হতে হবে।"

Assam citizenship

ভারতের এনআরসি নিয়ে বিতর্ক আছে Source: AAP

ভারতের আসামের চূড়ান্ত নাগরিক পঞ্জিতে বাদ পড়েছেন প্রায় ১.৯ মিলিয়ন নাগরিক। এ নিয়ে চলছে নানা আলোচনা। বাংলাদেশের ভূ - রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আলী শিকদার এ প্রসঙ্গে কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।


মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আলী শিকদার মনে করেন এই নাগরিক পঞ্জির বিষয়টি ভারতের অভ্যন্তরীন বিষয়। এটি নিয়ে এমন কিছু ঘটেনি যে বাংলাদেশকে উদ্বিগ্ন হতে হবে।


"এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের কোন জটিলতা সৃষ্টি হতে পারে এমন কোন কারণ ঘটেনি।"
NRC in India
Major General (Rtd) Mohammad Ali Sikder Source: Supplied


"যারা বাদ পড়েছেন তাদের বিষয়টি আদালতে নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লাগবে। তাই আগে বাড়িয়ে বন্ধু প্রতিম দেশ ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে উদ্বেগ তৈরী করা মোটেই কাম্য নয়।"


"মায়ানমার রোহিঙ্গাদের নিয়ে যা করছে, ভারতের মত গণতান্ত্রিক দেশের পক্ষে তা করা সম্ভব নয়। কারণ এই নাগরিকপঞ্জি নিয়ে সেখানেই বিরোধিতা আছে। "

 


Share