অস্ট্রেলিয়ায় বাংলাদেশীদের পড়াশোনার সুযোগ রয়েছে

Macquarie University

Macquarie University Source: Supplied

অস্ট্রেলিয়ার ম্যাকুয়েরি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর বাংলাভাষী তানভির শাহেদ বলেন, অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশোনার মান অনেক উঁচু।


প্রতিবছর বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যায়। প্রতিবেশী দেশ ভারত থেকে শুরু করে মালয়শিয়া, সিংগাপুর, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ছাড়াও এই তালিকায় রয়েছে ইওরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশ।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ-সুবিধা নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেন অস্ট্রেলিয়ার ম্যাকুয়েরি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর বাংলাভাষী তানভির শাহেদ।
Tanveer Shaheed, Associate Director, Global Engagement and Business Development, Macquarie University.
Tanveer Shaheed, Associate Director, Global Engagement and Business Development, Macquarie University. Source: Supplied
তিনি বলেন, প্রায় ৬ হাজার বাংলাদেশী শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। এদের বেশিরভাগই সিডনিতে। প্রায় ২০ শতাংশ আছেন মেলবোর্নে।


অস্ট্রেলিয়ার শিক্ষা-ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের বিদ্যমান শিক্ষা-ব্যবস্থা সঙ্গতিপূর্ণ এবং বাংলাদেশের শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি রয়েছে এদেশে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট ট্রান্সফার করা সম্ভব, বলেন তানভির শাহেদ।

 

তানভির শাহেদের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

 

Follow SBS Bangla on .


Share