এসবিএস বাংলা শীর্ষ খবর: ১৬ জুলাই, ২০২৪

Election 2024 Trump

Donald Trump whisked off the stage after several shots are fired at rally (AP Photo/Gene J. Puskar) Source: AAP / Gene J. Puskar/AP

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


আজকের শীর্ষ খবর:
  • জলবায়ু লক্ষ্যমাত্রার শর্ত পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হচ্ছে অস্ট্রেলিয়ার বড় চারটি ব্যাংকের বিরুদ্ধে। একটি প্রতিবেদনে দেখা গেছে যে, তারা গত বছর জীবাশ্ম জ্বালানি প্রকল্পে ৩.৬ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। ব্যাংকিং ক্লাইমেট ফেইলিউর নামের সেই রিপোর্টটিতে বলা হয়েছে, প্যারিস জলবায়ু চুক্তির পর থেকে কমনওয়েলথ ব্যাংক, এ-এন-জেড, ন্যাব এবং ওয়েস্টপ্যাক জীবাশ্ম জ্বালানি প্রকল্পে মোট ৬১ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে।
  • দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্কটের কারণে ফেডারাল লেবার পার্টি পিছিয়ে পড়ছে বলে এক সমীক্ষায় দেখানো হয়েছে। সর্বশেষ রিজলভ পোলে ১,৬০০ ভোটারের ওপর সমীক্ষা চালিয়ে দেখা যায় যে, সরকারের প্রাইমারি ভোট ২৮ শতাংশ। আর, এর বিপরীতে, কোয়ালিশনের ভোট ৩৬ শতাংশ থেকে ৩৮ শতাংশে উন্নীত হয়েছে।
  • কুইন্সল্যান্ডের একটি বাড়িতে এক নারীকে ছুরিকাঘাতে মৃত অবস্থায় পাওয়া যাওয়ার পর, হত্যার অভিযোগ আনা হয়েছে এক ব্যক্তির বিরুদ্ধে। মৃত সেই নারীর এক আত্মীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করলে, গতকাল সেখানে যান পুলিশ কর্মকর্তারা।
  • আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছে রিপাবলিকান পার্টি। মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেনশনে ২,৩৮৭ ভোটের পুরোটাই পান সাবেক এই প্রেসিডেন্ট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।

Share