মানবাধিকার নিয়ে প্রশ্ন আছে এমন দেশগুলোর নাগরিকরা ফেইসবুকে লেখালেখির কারণে বিপন্ন অবস্থায় আছে: ডঃ মোবাশ্বার হাসান

The Facebook logo seen displayed on a Smartphone with an Australian flag in the background.

The Facebook logo seen displayed on a Smartphone with an Australian flag in the background. Source: Getty

ডঃ মোবাশ্বার হাসান একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট, পাবলিক পলিসি কমিউনিকেশন বিশেষজ্ঞ যিনি মানবিক বিষয়সমূহ নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন। তিনি ইসলাম এন্ড পলিটিক্স অফ বাংলাদেশ এবং ন্যারেটিভস অফ বাংলাদেশ নামে দুটি বইয়ের লেখক এবং যৌথভাবে সম্পাদনা করেছেন র‌্যাডিকালাইজেশন ইন সাউথ এশিয়া শীর্ষক একটি বই।


ডঃ মোবাশ্বার হাসান অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করেছেন যেটির ফোকাস ছিল পলিটিক্যাল সায়েন্স এন্ড গভর্নমেন্ট। তিনি সাংবাদিক হিসাবে ক্যারিয়ার শুরু করেছিলেন।

বর্তমানে তিনি ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটেরিয়ান এন্ড ডেভেলপমেন্ট রিসার্চ ইনিশিয়েটিভের একজন এডজাঙ্ক ফেলো। ডঃ হাসান তিনি এসবিএস বাংলার সাথে কথা বলেছেন তার লেখা ও গবেষণার বিষয়গুলো নিয়ে।
Dr Mobashar Hasan, Adjunct Fellow, University of Western Sydney
Dr Mobashar Hasan, Adjunct Fellow, University of Western Sydney Source: Dr Mobashar Hasan
ডঃ মোবাশ্বার হাসানের পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

আরো দেখুন:




Share