করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব এবং আমাদের করণীয় এ নিয়ে কথা বলেছেন ডাক্তার জেসমিন শফিক

Virusi vya coronavirus

Virusi vya coronavirus Source: SBS

অস্ট্রেলিয়াতে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব এবং আমাদের করণীয় কি এ নিয়ে কথা বলেছেন ডাক্তার জেসমিন শফিক এর সঙ্গে তিনি একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট।তিনি বলেন এই ভাইরাস সম্পর্কে না জেনেই মানুষ আতঙ্কিত হচ্ছেন। ডাক্তার জেসমিন শফিক এর পরামর্শ শুনতে উপরের লিংকটিতে ক্লিক করুন


Bangladeshi Community
Dr Jesmin Shafique Source: Supplied
সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস COVID-19  নিয়ে আতঙ্ক মানুষের মনে দানা বেঁধেছে। অনেকেই এই ভাইরাস সম্পর্কে না জেনেই আতঙ্কিত হচ্ছেন। ডাক্তার জেসমিন শফিক একজন পাবলিক  হেলথ স্পেশালিস্ট।   তিনি করোনা ভাইরাস নিয়ে বলেন  COVID-19 নিয়ে আতঙ্ক মানুষের মধ্যে রয়েছে সেটার হয়তো একটা কারণ আছে ।কিন্তু  COVID-19 ভাইরাস হচ্ছে একটি নভেল করোনা ভাইরাস এটা সাধারণ ফ্ল (Flu )  ভাইরাস এর সমগোত্রীয়। কিন্তু এটার একটা ডিফারেন্ট ট্রেন্ড আছে। এই ভাইরাসটি  অন্য ভাইরাস গুলোর চেয়ে ভারী তাই এই ভাইরাসটি বাতাসে ছড়ায়  না। এই ভাইরাসটিতে আক্রান্ত কোনো ব্যাক্তির সংস্পর্শে না আসলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই। যদি আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শ কিংবা এক মিটার এর মধ্যে কেউ আসে তাহলে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 


Share