মাহবুব বাহার: এক ক্রিকেট স্মারক সংগ্রাহকের গল্প

Shane Warne

বিখ্যাত-প্রখ্যাত ক্রিকেটারদের স্মারক সংগ্রহ করে চলেছেন মাহবুব হাসান বাহার। Source: Mahbub Hasan Bahar

ক্রিকেট স্মারক সংগ্রাহক মাহবুব হাসান বাহার কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


সিডনির চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মাহবুব হাসান বাহার পেশাগত জীবনে শিক্ষকতাও করে থাকেন। তবে, তার ধ্যান-জ্ঞান কিন্তু ক্রিকেট।
Cricket
Source: Mahbub Hassan Bahar
না, এখন চল্লিশোর্ধ্ব বয়সে তিনি আর ক্রিকেট খেলেন না। তবে, টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি, উল্লেখযোগ্য কোনো ক্রিকেট ম্যাচই তিনি বাদ দেন না। সুযোগ পেলে স্বশরীরে মাঠে হাজির হন। সেটা সম্ভব না হলে প্রযুক্তির সহায়তায় টেলিভিশনে কিংবা অনলাইনে দেখে নেন। আর, আরেকটা কাজ তিনি দীর্ঘ দিন ধরেই করে আসছেন, বিখ্যাত-প্রখ্যাত ক্রিকেটারদের স্মারক সংগ্রহ করে চলেছেন।
Cricket fan
Source: Mahbub Hassan Bahar
মাহবুব হাসান বাহারের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


Follow SBS Bangla on .

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share