নিউ সাউথ ওয়েলস স্টেটের প্রিমিয়ার হলেন ডমিনিক পেরোটে

NSW Premier Dominic Perrottet is sworn in by New South Wales Governor Margaret Beazley at NSW Government House in Sydney, Tuesday, October 5, 2021. (AAP Image/Joel Carrett) NO ARCHIVING

NSW Premier Dominic Perrottet is sworn in by New South Wales Governor Margaret Beazley at NSW Government House in Sydney, Tuesday, October 5, 2021. Source: AAP Image/Joel Carrett

গ্লাডিস বেরেজিক্লিয়ানের পদত্যাগের পর অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল অঙ্গ-রাজ্য নিউ সাউথ ওয়েলসে নতুন প্রিমিয়ার হিসেবে দায়িত্ব নিয়েছেন ডমিনিক পেরোটে। ৩৯ বছর বয়সী, ছয় সন্তানের জনক এই প্রিমিয়ার শিক্ষার্থীদেরকে স্কুলে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।


গ্লাডিস বেরেজিক্লিয়ানের পদত্যাগের পর, নিউ সাউথ ওয়েলসে লিবারাল পার্টির নেতৃত্বের জন্য দু’জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে, তাদের প্রতিযোগিতা খুব তীব্র ছিল না। নিউ সাউথ ওয়েলস গভার্নমেন্ট হুইপ অ্যাডাম ক্রাউচ যখন এর ফলাফল ঘোষণা করেন, তখন তা কোনো চমক সৃষ্টি করে নি।
লিবারাল পার্টি চেম্বারের ভোটে ডমিনিক পেরোটে ৩৯ ভোট পান এবং প্লানিং মিনিস্টার রব স্টোকস পান মাত্র ৫ ভোট। রব স্টোকস তার পরাজয় মেনে নেন এবং নতুন নেতার প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সেখানে সাবেক প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান উপস্থিত ছিলেন না।

কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর মাঝে প্রিমিয়ারের দায়িত্ব গ্রহণ করার বিষয়টি স্বীকার করে, সাবেক ট্রেজারার ডমিনিক পেরোটে বলেন, এই অঙ্গ-রাজ্যটিকে লকডাউন থেকে বের করে আনাকে তিনি অগ্রাধিকার দেবেন। এছাড়া, স্কুলগুলো আগে-ভাগেই খোলার বিষয়েও ইঙ্গিত দেন তিনি।

তার এজেন্ডার মাঝে রয়েছে, আবাসন, স্ট্যাম্প ডিউটি এবং জিএসটি-র ক্ষেত্রে সংস্কার-সাধনের বিষয়গুলো।

এসব বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে কথা বলবেন।

প্রধানমন্ত্রী স্কট মরিসন দৃশ্যত একমত হয়েছেন।

নতুন প্রিমিয়ারের সামনে এখন অনেক কাজ। এই অঙ্গ-রাজ্যটি থেকে লকডাউন তুলে নেওয়ার পর তিনি সেগুলোর প্রতি মনোযোগী হবেন।

স্টেট অপজিশন লিডার ক্রিস মিনস মিস্টার পেরোটের রাজনৈতিক ইতিহাসের সমালোচনা করেন। সাবেক এই ট্রেজারার সরকারি পরিষেবাগুলোকে গণহারে ব্যক্তি-খাতে পরিবর্তিত করেছেন বলে উল্লেখ করেন ক্রিস মিনস।

তিনি বলেন, নতুন প্রিমিয়ার হিসেবে ডমিনিক পেরোটে বাজেট নিয়ে ভিন্ন রকম উদ্যোগ নেবেন বলে আশা করেন তিনি।

এই দায়িত্ব পুরোপুরি বর্তায় নতুন নেতৃত্বের কাঁধে। এই গ্রীষ্মে কেবিনেটে ব্যাপক পরিবর্তন আনার কথা বলেছেন ডমিনিক পেরোটে। কেবিনেটে তিনি আরও বেশি নারীকে স্থান দেওয়ার প্রতিশ্রুতি দেন।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share