শিক্ষকতার মধ্য দিয়ে সমাজকে পরিবর্তন করার স্বপ্ন দেখেন ডক্টর মোয়াজ্জেম হোসেন

Murdoch University WA

Murdoch University WA Source: Wikipedia

পার্থের মারডক ইউনিভার্সিটির সাসটেইনেবল অ্যাকাউন্টিং অ্যান্ড গভর্ন্যান্সের সিনিয়র লেকচারার ডক্টর মোয়াজ্জেম হোসেন ২০১৬, ২০১৮ ও ২০১৯ সালে মারডক বিজনেস স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন। গবেষণায় অবদান রাখার জন্য ২০১৮ সালে তিনি পেয়েছেন রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড। সম্প্রতি তিনি পেয়েছেন পিভিসি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং ২০২০।বাংলাদেশী এই শিক্ষক ২০০৬ সালে অস্ট্রেলিয়ায় আসার আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এর শিক্ষক ছিলেন।শিক্ষকতার পাশাপাশি ডক্টর মোয়াজ্জেম হোসেন একজন পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ), সার্টিফায়েড প্র্যাকটিসিং অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ)।শিক্ষকতা যার পেশা এবং ব্রত এমনি একজন ডক্টরমোয়াজ্জেম হোসেন।এসবিএস বাংলাকে শুনালেন তার জীবনের গল্প। ডক্টর মোয়াজ্জেম হোসেনেই সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


Dr. Moazzam Hossain
Dr. Moazzam Hossain Source: Moazzam Hossain

Share