“আমার তো অস্থি-মজ্জায় বাংলাদেশ মিশে আছে”

পঞ্চাশে বাংলাদেশ: অনিশ্চিত যাত্রা থেকে উন্নয়ন রোল মডেল” শীর্ষক এই ভার্চুয়াল সম্মেলনটি গত ৭-৮ অক্টোবর ব্রিসবেনে অনুষ্ঠিত হয়।

"পঞ্চাশে বাংলাদেশ: অনিশ্চিত যাত্রা থেকে উন্নয়ন রোল মডেল" শীর্ষক ভার্চুয়াল সম্মেলনের কো-চেয়ারম্যান ড. আলাউদ্দিন বলেন, “আমার তো অস্থি-মজ্জায় বাংলাদেশ মিশে আছে।” Source: Dr Mohammad Alauddin

সম্প্রতি ব্রিসবেনে অনুষ্ঠিত হলো “পঞ্চাশে বাংলাদেশ: অনিশ্চিত যাত্রা থেকে উন্নয়ন রোল মডেল” শীর্ষক একটি ভার্চুয়াল সম্মেলন। এতে বিশ্বের নানা প্রান্ত থেকে আটটি বিষয়ে কথা বলেন বাংলাদেশের খ্যাতিমান আট জন বিশেষজ্ঞ। সম্মেলনটির অন্যতম আয়োজক, ‘আমরা ক’জন — দ্য লিগ্যাসি অফ বঙ্গবন্ধু অস্ট্রেলিয়া ইনক’ এর উপদেষ্টা, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের অনারারি এসোসিয়েট প্রফেসর ড. মো. আলাউদ্দিন কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


“পঞ্চাশে বাংলাদেশ: অনিশ্চিত যাত্রা থেকে উন্নয়ন রোল মডেল” শীর্ষক একটি ভার্চুয়াল সম্মেলনের কো-চেয়ারম্যান ড. মো. আলাউদ্দিন বলেন,

“পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভার্চুয়াল (সম্মেলন) হয়ে গেছে। আজ থেকে পৌনে তিন বছর আগে, আমরা ১৯৯২ সালের গোড়ার দিকে বঙ্গবন্ধু জন্ম-শতবার্ষিকী ২০২০ এবং ২০২১ — এগুলোকে সামনে রেখে একটা কনফারেন্স করতে চেয়েছিলাম।”
মূলত কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে এই সম্মেলনটি সাধারণভাবে অর্থাৎ, সামনা-সামনি আয়োজন করা সম্ভব হয় নি, বলেন তিনি।

“সুতরাং, ভার্চুয়ালিতেই আমাদের সন্তুষ্ট থাকতে হলো।”

ড. মো. আলাউদ্দিন বিগত ৪০ বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। তিনি বলেন, এর আগেও এ রকম সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে।

“বাংলাদেশের তো ৫০ বছর হয়ে গেল। ... আজ থেকে ঠিক ২৫ বছর আগে আমরা বাংলাদেশের ২৫ বর্ষপূর্তি উপলক্ষে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড-এর ইকনোমিক্স ডিপার্টমেন্ট থেকে এবং আমাদের কমিউনিটি থেকে (এখানে ব্রিসবেনের বাংলাদেশী কমিউনিটি থেকে) একটা কনফারেন্স হয়েছিল। সেটা এক দিনের একটা কনফারেন্স ছিল। তার ব্যাপ্তিটা অনেক ছোট ছিল। অস্ট্রেলিয়ার মধ্যেই আমাদের যারা বাংলাদেশী আছেন, তাদেরকে নিয়ে।”
এবারের আয়োজনটি তার থেকে আলাদা বলে উল্লেখ করে তিনি বলেন,

“আমরা শুধু বাংলাদেশীদের নিয়েছি, তা নয়; চার জন বিখ্যাত মানুষ যুক্ত হয়েছেন, যারা আমেরিকান ইউনিভার্সিটি, সুইডেন, জাপানে আছেন এবং সব চাইতে বড় কথা, কেমব্রিজ ইউনিভার্সিটির একজন পৃথিবী-বিখ্যাত অধ্যাপক, প্রফেসর পার্থ দাশগুপ্ত। এসব মিলিয়ে এর ব্যাপ্তিটা অনেক বেশি।”

প্রবাসে থেকে বাংলাদেশের কল্যাণে চিন্তা-ভাবনা করা ও নানাভাবে অবদান রাখার বিভিন্ন দিক সম্পর্কে বলেন ড. আলাউদ্দিন। তিনি বলেন,

“আমার তো অস্থি-মজ্জায় বাংলাদেশ মিশে আছে।”

পঞ্চাশে বাংলাদেশ: অনিশ্চিত যাত্রা থেকে উন্নয়ন রোল মডেল” শীর্ষক এই ভার্চুয়াল সম্মেলনটি গত ৭-৮ অক্টোবর ব্রিসবেনে অনুষ্ঠিত হয়। এর আয়োজনে ছিল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি, আরএমআইটি ইউনিভার্সিটি, কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, গ্রিফিথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ড, ম্যাকুয়ারি ইউনিভার্সিটি, সুগার রিসার্চ অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড হেলথের সিনিয়র শিক্ষক ও গবেষকরা এবং অস্ট্রেলিয়ার সামাজিক সংগঠন ‘ — দ্য লিগ্যাসি অফ বঙ্গবন্ধু অস্ট্রেলিয়া ইনক’।

ড. মো. আলাউদ্দিনের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share