অস্ট্রেলিয়ায় নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা পৌঁছে দিতে চান ড. রফিক

Boishaki Mela Sydney

Source: ALC Community Engagement

অস্ট্রেলিয়ায় বাংলা ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য বৈশাখী মেলার মতো নানা রকম আয়োজন করা হয়ে থাকে। কিন্তু, বাংলা ভাষার প্রসারে সে-রকম প্রয়াস দেখা যায় না। “বাংলা প্রসার কমিটি”-এর প্রেসিডেন্ট ড. রফিকুল ইসলাম কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


অস্ট্রেলিয়ায় “বাংলা প্রসার কমিটি”-এর প্রেসিডেন্ট ড. রফিক বলেন,

“অবশ্যই সিডনি এবং পুরো অস্ট্রেলিয়াতে আমরা দেখছি যে, বাংলা সংস্কৃতি বা বাংলা মেলার একটা গণ-জাগরণ হয়েছে। এটা আশার কথা।”

“তবে, বাংলা ভাষার প্রসার যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হচ্ছে না।”

Dr Rafiq
Dr Rafiq Source: Supplied


আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা ‘বাংলা’ পৌঁছে দিতে পারছি না, বলেন তিনি।

তার মতে, বাংলা সংস্কৃতি রয়েছে তাদের মধ্যেই, যারা সরাসরি বাংলাদেশ থেকে এখানে এসেছেন।

ড. রফিকের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে ‍উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .







Share