অস্ট্রেলিয়ার ফেডারাল নির্বাচন: দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে না জানাটা কোনো অজুহাত নয়

Professor M. Rafiqul Islam

Professor M. Rafiqul Islam, Macquarie Law School Macquarie University. Source: Supplied

অস্ট্রেলিয়ার সংবিধানের ৪৪ ধারা অনুসারে দ্বৈত নাগরিকরা সংসদ সদস্য কিংবা সিনেটর হতে পারবেন না। নির্বাচনে অংশ নিতে হলে নমিনেশন জমা দেওয়ার আগে ‘রিজনেবল স্টেপস’ বা যৌক্তিক যাবতীয় পদক্ষেপ নিতে হবে ভিন্ন দেশের নাগরিকত্ব প্রত্যাহার করার জন্য। দ্বৈত নাগরিক হওয়ার কারণে এর আগে নয় জন সিনেটর এবং দু’জন সংসদ সদস্য পদ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।


ম্যাকোয়েরি বিশ্ববিদ্যালয়ের ম্যাকোয়েরি ল স্কুলের প্রফেসর এম. রফিকুল ইসলাম অস্ট্রেলিয়ার সংবিধানের ৪৪ (১) ধারা সম্পর্কে বলেন,

“বিদেশী শক্তির প্রতি আনুগত্য প্রকাশ করা হলে সংসদের সদস্য হওয়ার বা এর জন্য মনোনীত হওয়ার যোগ্যতা থাকবে না।”

তিনি আরও বলেন, আইনের দৃষ্টিতে “না জানাটা কোনো অজুহাত নয়”।
Professor M. Rafiqul Islam
Professor M. Rafiqul Islam, Macquarie Law School Macquarie University. Source: Supplied
প্রফেসর এম. রফিকুল ইসলামের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share