''উপন্যাস 'জয়িতা' লিখতে আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে": ড. ইমাম হোসেন

Dr. Imam Hossain's first novel 'Jayita' features a story of a historical murdur trial.

Dr. Imam Hossain's first novel 'Jayita' features a story of a historical murdur trial. Source: Dr. Imam Hossain

তথ‍্যপ্রযুক্তিবিদ-লেখক ড. ইমাম হোসেনের সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বে আপনাদের স্বাগত। ড. হোসেন লেখালেখি করছেন নিয়মিত। "দ্বিতীয় জীবন" ও "মাতৃভক্তি" নামে প্রকাশিত তার দুটো গল্পসংকলন পাঠক মহলে প্রশংসিত হয়েছে। সম্প্রতি তার প্রকাশিত একটি উপন‍্যাস 'জয়িতা' সাড়া ফেলেছে এবং এরই মধ্যে এটির প্রথম মূদ্রণ শেষ হয়ে গেছে। তিনি কথা বলেছেন এসবিএস বাংলার সাথে।


ড. ইমাম হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস ও কম্পিউটার বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সন্মান) ডিগ্রী অর্জন করেন। অস্ট্রেলিয়ান সরকারের সর্বোচ্চ বৃত্তি নিয়ে পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে।

ডঃ ইমাম হোসেনের পেশাগত জীবনের শুরু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে। পরবর্তীতে তথ‍্যপ্রযুক্তিবিদ হিসেবে চাকুরী করেছেন বিশ্বের বিভিন্ন দেশে। বর্তমানে অস্ট্রেলিয়ান ফেডারেল গর্ভনমেন্টের এক্সিকিউটিভ পদে কর্মরত ইমাম হোসেন ক‍্যানবেরায় স্হায়ীভাবে বসবাস করছেন পরিবার নিয়ে।

ইমাম হোসেনের লেখালেখির অভ‍্যাস ছোটবেলা থেকে। মাঝে অনেকদিন বিরতিতে থাকলেও, এখন অনলাইন ভিত্তিক শিল্প ও সাহিত‍্য নির্ভর গ্রুপগুলোতে নিয়মিত লেখেন।
Dr. Imam Hossain
Dr. Imam Hossain Source: Dr. Imam Hossain
ভ্রমণ পিপাসু ড. হোসেন সুযোগ পেলেই বেরিয়ে যান, ইতোমধ্যে ত্রিশটিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। নানারকম সমাজকল‍্যানমূলক কাজেও নিজেকে নিয়োজিত রেখেছেন এবং ট্রাস্টির মাধ‍্যমে শিক্ষা, চিকিৎসা ও আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন আদি নিবাস ব্রাক্ষণবাড়িয়ার জেলার বড়াইলে।

ড. ইমাম হোসেনের সাক্ষাৎকারের এই পর্বে তিনি তাঁর সম্প্রতি প্রকাশিত উপন্যাস 'জয়িতা' এবং প্রবাস জীবন নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:



Share