সুরমা নদীতে একসময় শ্রমিকের কাজ করা হামিদা বানুর গান এখন মানুষের মুখে মুখে

Hamida Banu Edited.jpg

হামিদা বানু-র কন্ঠে হাসন রাজার গান 'দিলারাম' সম্প্রতি আবারও জনপ্রিয় হয়েছে। Source: Supplied / Hamida Banu

বাংলাদেশের বিখ্যাত হাসন রাজার একটি গান দিলারাম, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় খুবই দর্শক-প্রিয় হয়েছে। গানটি গেয়েছেন সুনামগঞ্জের বাসিন্দা হামিদা বানু। যিনি এখন হাসন রাজার নামাঙ্কৃত মিউজিয়ামে কাজ করেন।


কার্যত দারিদ্রসীমার নিচে থাকা হামিদা বানুর থাকার ঘর নেই জেনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তাঁর জন্যে বাড়ির বন্দোবস্তও করেছেন।

আর কঠোর বাস্তবতা হল, কাজের খোঁজে ভারতে যাওয়ার পথে গ্রেপ্তার হওয়া হামিদা বানু, স্বামীসহ আটক ছিলেন পশ্চিমবঙ্গের কারাগারে। ১৬ বছরের সাজাপ্রাপ্ত হামিদার গান শুনে তাঁর সাজা কিছুটা কমিয়ে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো হামিদ বানু সে কথা মনে রেখেছেন।

কিন্তু তারপরেও পারিবারিক জীবনে একাধিক ঝড় সামলেছেন পাহাড়ঘেরা সুনামগঞ্জের বনগাওঁ এর বয়াতি গানের মানুষ হামিদা বানু। কাশ্মীরে বোতল কুড়িয়ে জীবিকা অর্জন করেছেন, তারপর বাংলাদেশে সুরমা নদীতে শ্রমিকের কাজ করেছেন, বালিভর্তি বস্তা ট্রলারে ফেলেছেন হামিদা বানু, হাসন রাজার দু’শোরও বেশি গান গাইতে পারেন যিনি।

এসবিএস বাংলার কলকাতা প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায় টেলিফোনে কথা বলেছেন দিলারামের গায়িকা হামিদা বানুর সঙ্গে।

সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে ক্লিক করুন উপরের অডিও-প্লেয়ার বাটনে।

Share