সিডনি প্রবাসী বাঙালি সহ দক্ষিণ এশিয়ার নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্

Trimatra

Source: SBS Bangla

ত্রিমাত্রা অস্ট্রেলিয়া এই প্রবাসে নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। নারীদের পাশাপাশি সমাজের অন্যান্য সমস্যা যেমন বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়,ডোমেস্টিক ভায়োলেন্স, শরণার্থী ও নতুন প্রজন্মের শিশুদের নিয়েও কাজ করছেন ।এস বি এস বাংলার সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন সংগঠন টির প্রেসিডেন্ট শিরিন আক্তার মুন্নি ও সাধারণ সম্পাদক শাহীন আক্তার স্বর্ণা।


ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্ এর  সাধারণ সম্পাদক শাহীন আক্তার স্বর্ণা এবং সভাপতি শিরিন আক্তার মুন্নি সংগঠনটির উদ্দেশ্য সম্পর্কে বলেন “অস্ট্রেলিয়া একটি মাল্টিকালচারাল দেশ এবং এই দেশের মাল্টিকালচারাল সমাজে দীর্ঘদিন বসবাস করার অভিজ্ঞতা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজিক সংগঠন ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্ এর যাত্রা শুরু হয় ।

সমাজের বিভিন্ন কমিউনিটির মানুষদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ (Respect) , কমিউনিটির মধ্যে ধর্ম, বর্ণ,ভাষা,জাতি নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখা (harmony )এবং কমিউনিটির নারী উন্নয়ন ও ক্ষমতায়ন (women empowerment ) ...এই তিনটি বিষয়কে ভিত্তি করেই পথ চলতে শুরু করে সমাজিক সংগঠন ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্ ।

আলাপচারিতায় তারা জানান যে,তারা নারীদের পাশাপাশি সমাজের অন্যান্য সমস্যা যেমন বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়,ডোমেস্টিক ভায়োলেন্স, শরণার্থী ও নতুন প্রজন্মের শিশুদের নিয়েও কাজ করছেন ।

ভবিষ্যত পরিকল্পনা নিয়ে জানতে চাইলে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক এস বি এস বাংলা কে জানান “বাংলাদেশী ছাড়াও দক্ষিণ এশিয়ার ভারত,পাকিস্তান ,নেপাল ও অন্য দেশের নারীদের নিয়ে ও ত্রিমাত্রা কাজ করছে । বিগত বেশ কয়েক বছর যাবৎ নারী উদ্যোক্তাদের নিয়ে প্রতি বছর ঈদে লাকেম্বা ঈদ মেলার আয়োজন করছে যা কম্যুনিটির মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে । এছাড়া ২ ০ ২ ০ এ ঈদ ফ্যাশন ম্যাগাজিন প্রকাশ করবে ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইন্ক্ ।





Share