‘বাংলাদেশে যেতে আমার অনেক ভাল লাগে, ওখানে আমার পরিবারের সবাই আছে’

Zaynah Afsheen

গান পরিবেশনরত জায়নাহ আফশীন। Source: Zabeen Yusuf Nur

সিডনির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘মেলোডি অব বাংলাদেশ’ শীর্ষক গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছে জায়নাহ আফশীন। এসবিএস বাংলার সাথে কথা বলেছে সে।


বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে 'মেলোডি অব বাংলাদেশ' নামে এই বাংলা গানের প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। তাতে অংশ নিয়েছিল ভিক্টোরিয়ার ক্লাইড নর্থের বাসিন্দা গ্রেড সিক্স-এর শিক্ষার্থী জায়নাহ আফশীন।
Zaynah with the certiicate
পুরস্কারের সার্টিফিকেট সাথে জায়নাহ আফশীন Source: Zabeen Yusuf Nur
‘গ্রুপ বি’ অর্থাৎ ১০ থেকে ১৪ বছর বয়সীদের জন্যে নির্ধারিত গ্রুপ থেকে প্রতিযোগিতা করে সে এই পুরস্কারটি পায়।

জায়নাহ আমাদের জানিয়েছে, এই পুরস্কার জিততে পেরে সে খুবই আনন্দিত।

জায়নাহ সঙ্গীত শিখছে তিন বছর বয়স থেকেই। এবং বর্তমানে নিয়মিত ইংরেজি এবং বাংলা শাস্ত্রীয় সঙ্গীতের পাঠ নিচ্ছে।
গান গাইবার সাথে সাথে পিয়ানো বাজানোর প্রশিক্ষণ নিচ্ছে জায়নাহ। গীটার বাজাতে ভাল লাগে তার, এবং পছন্দ করে ইউকুলেলে বাজাতে। বাস্কেটবল খেলাও তার অনেক পছন্দের।

বাংলার পাশাপাশি ইংরেজি গান গাইতেও ভাল লাগে জায়নাহ-র। সে বলেছে, ‘ইংরেজি গানের অনেক কনসার্টে আমি পারফর্ম করি, এবং বাংলারও করি।’
Performing Zaynah Afsheen
একটি অনুষ্ঠানে গান গাইছে জায়নাহ। Source: Zabeen Yusuf Nur
জায়নাহ-র প্রিয় শিল্পী লতা মঙ্গেশকর।

কোভিডের কারণে গত দুই বছর যেতে না পারলেও এ বছরের শুরুতে সে দেশে ঘুরে এসেছে। জায়নাহ বলেছে, ‘বাংলাদেশে যেতে আমার অনেক ভাল লাগে, ওখানে আমার সব ফ্যামিলি আছে।’  

বড় হয়ে গান গাইবার পাশাপাশি ‘হিউম্যান বডি সাইন্টিস্ট’ হতে চায় জায়নাহ।

জায়নাহ-র সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন। 


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:  

আমাদেরকে অনুসরণ করুন 

Share