রিজিওনাল অস্ট্রেলিয়ার সংজ্ঞা পরিবর্তন: ‘মেজর সিটি’র তালিকা থেকে বাদ পড়ছে পার্থ ও গোল্ডকোস্ট

passport

Rural Australia Source: SBS

রিজিওনাল মাইগ্রেশন প্রোগ্রাম পুনর্বিবেচনা করেছে ফেডারাল সরকার। অভিবাসনের ক্ষেত্রে পার্থ এবং গোল্ডকোস্টকে আর ‘মেজর সিটি’ হিসেবে বিবেচনা করা হবে না। বলা হচ্ছে যে, এর ফলে অস্ট্রেলিয়ার বড় বড় নগরগুলোতে অভিবাসীদের চাপ কমবে।


ইমিগ্রেশন মন্ত্রী ডেভিড কোলম্যান বলেন, অস্ট্রেলিয়ায় জনসংখ্যা বৃদ্ধির প্রায় ৭০ শতাংশই সিডনি, মেলবোর্ন এবং ব্রিসবেনে হয়।

রিজিওনাল অস্ট্রেলিয়ায় আরও বেশি সংখ্যক দক্ষ কর্মীরা অভিবাসন করুক এটাই চায় সরকার। মাইগ্রেশন প্রোগ্রামে সেজন্য ২৩ হাজার থেকে ২৫ হাজার রিজিওনাল ভিসা বরাদ্দ করার ঘোষণা করেছে সরকার।

আর, রিজিওনাল অস্ট্রেলিয়ার সংজ্ঞাও পরিবর্তন করা হচ্ছে।

আগামী মাসের মাঝামাঝি থেকে পার্থ এবং গোল্ড কোস্ট আর ‘মেজর সিটি’ হিসেবে বিবেচিত হবে না।

লেবার দল বলছে, ইতোপূর্বে সরকার বলেছিল, গোল্ড কোস্টের ক্লাসিফিকেশন পরিবর্তন করা হবে না।

ফেডারাল বিরোধী দলীয় নেতা অ্যান্থনি অ্যালবানিজ সরকারের অভিপ্রায় নিয়ে প্রশ্ন তুলেছেন।

ইমিগ্রেশন মন্ত্রী ডেভিড কোলম্যান এই সিদ্ধান্ত সমর্থন করেন।

স্কিলড মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে, অভিবাসীরা যারা রিজিওনাল অস্ট্রেলিয়ায় কমপক্ষে তিন বছর বসবাস এবং কাজ করবেন, তারা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন।

রিজিওনাল অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীরাও পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য বেশি সময় চেয়ে আবেদন করতে পারবেন।

নিউ সাউথ ওয়েলসের মাল্টিকালচারাল ইয়ুথ অ্যাফেয়ার্স নেটওয়ার্ক-এর আলেকজান্দ্রা লং বলেন, তিনি আশা করেন এর ফলে শিক্ষার্থীদের সুবিধা হবে।

কিন্তু, অ্যান্থোনি অ্যালবানিজ বলেন, কর্মহীন অস্ট্রেলিয়ানদেরকে রিজিওনাল অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার পরিবর্তে অস্থায়ী ভিসা প্রদানে বেশি জোর দেওয়াটা ঠিক হবে না।

এদিকে, ইমিগ্রেশন মন্ত্রী ডেভিড কোলম্যান স্বীকার করেন যে, অস্ট্রেলিয়ার পার্মানেন্ট মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে গত বছর সর্বমোট যতজন নতুন অভিবাসী এসেছেন তা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন।

তবে তিনি বলেন, ১৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে ভিসা প্রক্রিয়াকরণে দ্রুততা আনার জন্য। তাই গত বছরের তুলনায় ১২৪ শতাংশ বেশি রিজিওনাল ভিসা প্রদান করা হয়েছে।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .




Share