সন্তানের বিয়ের সিদ্ধান্তে বাবা-মা কতোটুকু ভূমিকা রাখতে পারেন?

Collage of brides and grooms

Collage of brides and grooms. Source: AAP Image / MOODBOARD

কোনো একটি দেশে অভিবাসনের পর সন্তান মানুষ করা বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। কেন? নতুন সমাজ, নতুন মূল্যবোধ ও আইন-কানুনের সঙ্গে কীভাবে মানিয়ে দেওয়া যাবে?


সিডনির মনঃচিকিৎসক, লেখক ও টিভি-ব্যক্তিত্ব ড. তানভীর আহমেদের আরেকটি পরিচয়, তিনি দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশী-অস্ট্রেলিয়ান। এসবিএস বাংলার সঙ্গে তিনি কথা বলেছেন মূলত দু’টি বিষয়ে:

সন্তান কার সঙ্গে মেলামেশা করবে সেটা কি বাবা-মা নির্ধারণ করতে পারেন? আর, সন্তানের বিয়ের সিদ্ধান্তের ক্ষেত্রেই বা বাবা-মা কতোটুকু ভূমিকা ও প্রভাব রাখতে পারেন?
অস্ট্রেলিয়ায় সন্তান প্রতিপালন নিয়ে আমরা আপনার আশা-আকাঙ্ক্ষা, উদ্বেগ এবং অভিজ্ঞতার কথা শুনতে চাই। আমাদেরকে ইমেইল করুন bangla.program@sbs.com.au ঠিকানায় কিংবা যোগাযোগ করুন এসবিএস বাংলার ফেসবুক পেজে।

মনঃচিকিৎসক ডা. তানভীর আহমেদের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন। 


Follow SBS Bangla on .

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 


 

 
 


Share