নিউ সাউথ ওয়েলসে বয়স্ক ব্যক্তিদের কম্পিউটার ব্যবহার শেখাবে এসিসি

Ethnic Communities Council NSW

Languages trainers of the Ethnic Communities Council NSW. They run Tech Savvy Senior program to teach computer literacy to people from different communities. Source: Supplied

অস্ট্রেলিয়ায় বসবাসরত বিভিন্ন কমিউনিটির বয়স্ক ব্যক্তিদেরকে কম্পিউটার ব্যবহার শেখাতে এথনিক কমিউনিটিস কাউন্সিল (এসিসি) নিউ সাউথ ওয়েলস বেশ কয়েক বছর ধরে কাজ করছে। প্রতিটি কাউন্সিল লাইব্রেরিতে তারা বিনামূল্যে ‘টেক স্যাভি সিনিয়রস’ নামে এই প্রশিক্ষণ ক্লাসের আয়োজন করে থাকে। এবারই প্রথম বাংলাভাষীদের জন্য এই প্রশিক্ষণ চালু করা হচ্ছে ব্লাকটাউন লাইব্রেরিতে। প্রশিক্ষক সামিরা হাবিব কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


‘টেক স্যাভি সিনিয়রস’ প্রোগ্রামটি তৈরি করেছে টেলস্ট্রা এবং ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি সার্ভিস। বয়স্ক ব্যক্তিদের জন্য এটি বিনামূল্যে পরিচালিত হয়ে থাকে।

এই প্রোগ্রামটি অন্যান্য ভাষাতে আগে থেকেই শুরু হয়েছে। এই প্রথম বাংলাতে শুরু হচ্ছে। আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ব্লাকটাউন লাইব্রেরিতে এটি শুরু হচ্ছে।

বাংলাভাষী বয়স্ক ব্যক্তিদের প্রশিক্ষক সামিরা হাবিব বলেন,

“একেবারে গোড়া থেকে কম্পিউটারের ব্যবহার শেখানো হবে এতে। অনলাইন ইনফরমেশন কীভাবে সংগ্রহ করতে হয় সেসব এখানে শেখানো হবে।”
Ethnic Communities Council NSW
Some senior citizens in the Greenacre Library, NSW. Source: Supplied
প্রশিক্ষক সামিরা হাবিবের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share