সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন সাবেক ক্রিকেটার বাবলু চৌধুরী

Guyana Amazon Warriors v Barbados Tridents - 2019 Hero Caribbean Premier League (CPL) Tournament Play-Off 2

Shakib Al Hasan. Source: Getty Images South America

ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই শাস্তির পরে এর পক্ষে-বিপক্ষে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। সাবেক ক্রিকেটার সিদ্দিক চৌধুরী বাবলু কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


অস্ট্রেলিয়ার লেভেল-২ কোয়ালিফায়েড ক্রিকেট কোচ সিদ্দিক চৌধুরী বাবলু একসময়ে ঢাকার প্রিমিয়ার লিগে বাংলাদেশ বিমান দলে ক্রিকেট খেলতেন। বিশ্বের শীর্ষস্থানীয় অল-রাউন্ডার সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় তিনি মর্মাহত। এসবিএস বাংলাকে তিনি বলেন,

“খুবই স্যাড ফর বাংলাদেশ ক্রিকেট। আমি খুব মর্মাহত হয়েছি।”

এই ঘটনা তিনি মেনে নিতে পারছেন না। তিনি বলেন,

“আমার কাছে কেন যেন মনে হচ্ছে, এটা কন্সপিরেসি।”

সাকিবের মতো একজন ‘কুল হেডেড’ ছেলে কেন বিষয়টি আইসিসি-কে জানালো না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বাবলু চৌধুরী।

“সাকিবের যে কন্ডিশনটা ছিল যে, ওকে যে বুকিরা যোগাযোগ করছে, এটা তো গত তিন বছর ধরে হয়ে আসছে।”

হঠাৎ করে এই সময়টাতেই কেন এ বিষয়টি সামনে আনা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন বাবলু চৌধুরী।

“এই মুহূর্তে কেন? যখন প্লেয়াররা তাদের ডিমান্ড পেশ করছে, এই টাইমে কেন?” প্রশ্ন করেন তিনি।

সিদ্দিক চৌধুরী বাবলুর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Siddique Chowdhury Bablu
Siddique Chowdhury Bablu, level 2 qualified cricket coach from Cricket Australia. Source: SBS Bangla


Follow SBS Bangla on .

Share