শিংগলস বা কটিদাদ রোগের লক্ষণ ও প্রতিকার

Shingles rash

Rash associated with the shingles (herpes zoster) virus.Credit: NIAID Source: Getty

শিংগলস অর্থাৎ কোঁচ-দাদ বা কটিদাদ একটি সাধারণ অসুখ। প্রতি বছর অস্ট্রেলিয়ার প্রায় এক লক্ষ ২০ হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়ে থাকে। ২০ থেকে ৩০ ভাগ ক্ষেত্রে এই অসুখ দীর্ঘস্থায়ী হয়ে থাকে।এই রোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কম সচেতনতা দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, আর সব অসুখের মত এক্ষেত্রেও প্রতিকারের চেয়ে প্রতিরোধ করা উত্তম।


ম্যাক্সিন ইভান্স পারিবারিক ছুটি কাটিয়ে বাড়ী ফিরছিলেন। কোন কারণ ছাড়াই হঠাৎ তিনি পিঠে ব্যথা অনুভব করতে থাকেন।

বাসায় ফিরে তিনি তার বাচ্চাদের পিঠ দেখতে বলেন। তারা পিঠের ছোট ছোট জায়গা খুঁজে পায় যাতে খুব চুলকানি হয়। সেই থেকে সমস্যার শুরু।

সপ্তাহান্তে তার জ্বর হলো। তখনো তিনি টের পাননি যে তিনি শিংগলস রোগে আক্রান্ত হয়েছেন। সঙ্গিনী নার্সকে দেখানোর পর তিনি জানলেন তার শিংগলস হয়েছে।

এই অসুখ তার জন্য একটা আকস্মিক আঘাত ছিল। ৫৫ বছর বয়স্ক মিস ইভান্স বলেন,

আমি মনে করতাম শিংগলস শুধু বৃদ্ধদের হয়। আমি এমনকি জানতাম যে এই অসুখ জলবসন্তের ভাইরাস সংক্রমণ থেকে হয়ে থাকে। তাই আমাকে যখন বলা হলো যে আমার দাদ হয়েছে, আমি বললাম, কই আমার তো শিংগলস হবার মত বয়স হয়নি!

ইউনিভার্সিটি অফ সিডনীর অধাপক রবার্ট বয় একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ। তিনি জানান, প্রতি বছর ১ লক্ষ ২০ হাজার জন অস্ট্রেলিয়ান কটিদাদে আক্রান্ত হন। সচরাচর যাদের রোধ প্রতিরোধ ক্ষমতা কম এমন পঞ্চাশোর্ধ ব্যক্তিদের এই অসুখ বেশি হয়ে থাকে। 

প্রফেসর বয় আরও জানান, শিংগলস একটি সংক্রামক ব্যাধি যা শিশুকালে চিকেনপক্স বা জলবসন্ত হিসাবে দেখা দেয়।

এই রোগের জীবাণু দীর্ঘকাল শরীরে সুপ্ত অবস্থায় থাকে।
শিংগলসের ভাইরাস মেরুদন্ড বা মস্তিস্কের পেছনদিকের স্নায়ুতন্ত্রে লুকিয়ে থাকে দীর্ঘকাল। তারপর জীবনের এক পর্যায়ে রোগাক্রান্ত হওয়ার কারণে যখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় বা আপনি যখন খুব মানসিক-শারীরিক চাপে দুর্বল হয়ে পড়েন, তখনই শিংগলস আবার দেখা দেয়
প্রফেসর বয় এই রোগের উপসর্গ কি কি তা ব্যখ্যা করে বলেন,

এই রোগের শুরুতে শরীরের বিশেষ বিশেষ স্থানে চুলকানি হয়। চুলকানির স্থানে লাল রঙের ফুসকুড়ি দেখা দেয়। পরবর্তিতে সেটা গুটিতে পরিণত হয় যা দেখতে অনেকটা ব্রণের মত হয়। এই লাল রঙের ফুসকুড়িতে চুলকানি ও ব্যথা হয়। শরীরে ক্লান্তি আর জ্বর দেখা দিতে পারে।

ম্যাক্সিন ইভানসের ক্ষেত্রে শিঙ্গলসের ভোগান্তি তীব্র যন্ত্রণাদায়ক ছিল। তার মনে হয়েছে যেন কেউ তাকে জ্বলন্ত ছুড়ি দিয়ে বিদ্ধ করছে!  

প্রফেসর রবার্ট বয় বলেন, অনেক ভাইরাসজনিত রোগের মত শিংগলসের ক্ষেত্রেও যত শীঘ্র রোগ ধরা পড়ে তত কার্যকরভাবে তার নিরাময় করা যায়।

তিনি আরও জানান, সবসময় এন্টিভাইরাল চিকিৎসায় সম্পুর্ন নিরাময় হয় না। কিছু ক্ষেত্রে রোগীকে দীর্ঘস্থায়ী জটিলতায় কষ্ট পেতে হয়। ম্যাক্সিন ইভান্স সেইসব চুড়ান্ত ভুক্তভোগীদের মধ্যে অন্যতম।

শিংগলস রোগজনিত কারণে তিনি এখন পোস্ট হারপেটিক ন্যুরালজিয়াতে (post-herpetic neuralgia)ভুগছেন। এই অবস্থায় রোগীর নার্ভ ফাইবার ও ত্বক আক্রান্ত হয় যাতে রোগী দীর্ঘকাল যন্ত্রণা ভোগ করেন।

তিনি শুরুতে ব্যথানাশক ওষুধ খেয়েছিলেন। কিন্তু তার তীব্র পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে দুই সপ্তাহ পর সেটা বন্ধ করতে বাধ্য হন।

প্রফেসর রবার্ট বয় এর মতে,
রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। শিশুদের চিকেনপক্স বা জলবসন্তের টিকা দেয়া হলে বয়সকালে শিংগলসে আক্রান্ত হবার সম্ভাবনা হ্রাস পায়। পঞ্চাশোর্ধ ব্যক্তিদের জন্য শিংগলস ভ্যাক্সিন পাওয়া যায় যা জিপির মাধ্যমে গ্রহণ করা যায়।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

আরও দেখুনঃ 


Share