'পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চ্চা কিশোর-তরুণদের শারীরিক এবং মানসিক বিকাশে সহায়তা করে': মামুন রশীদ

Sydney-based National Sports Cricket Academy's under-13 team recently won the Canterbury District Championship.

Sydney-based National Sports Cricket Academy's under-13 team recently won the Canterbury District Championship. Source: Mamun Rashid

অনেক পরিবারেই শিশু-কিশোর এবং তরুণদের মধ্যে মুটিয়ে যাবার প্রবণতা দেখা যাচ্ছে। ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ক্রিকেটার মিঃ মামুন রশিদ মনে করেন, এর প্রধান কারণ হচ্ছে বাচ্চাদের শারীরিক শ্রমের প্রতি অনীহা বা খেলাধুলায় কম অংশগ্রহণ।


সিডনি ভিত্তিক ক্রীড়া সংগঠক ও প্রাক্তন ক্রিকেটার মিঃ মামুন রশিদ কিশোর-তরুণ বাংলাদেশিদের পাশাপাশি দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত খেলোয়াড়দের সংগঠিত ও প্রশিক্ষণের জন্য গত বছর থেকে ন্যাশনাল স্পোর্টস ক্রিকেট একাডেমি শুরু করেছেন। 

সম্প্রতি এই একাডেমির অনূর্ধ্ব -১৩ দলটি ক্যানটারবেরি ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হয়েছে। মিঃ রশিদ এসবিএস বাংলাকে খেলাধুলার উপকার এবং এটি কীভাবে কিশোর-তরুণদের শারীরিক এবং মানসিক বিকাশে সহায়তা করে সে সম্পর্কে কথা বলেছেন।
Mr Mamun Rashid is a Sydney-based sports organiser.
Mr Mamun Rashid is a Sydney-based sports organiser. Source: Mamun Rashid
মিঃ মামুন রশিদের পুরো সাক্ষাতকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন। 

এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।

আরও দেখুনঃ 




Share