বিশ্বকাপ ফুটবল উম্মাদনাঃ মস্কোর উদ্দেশ্যে সিডনি ছাড়ছেন বাংলাদেশীরা

during a press conference ahead of the preliminary draw of the 2018 FIFA World Cup in Russia at Konstantin Palace on July 24, 2015 in Saint Petersburg, Russia.

Mahbub Choudhury (top left) has dropped everything to head to Russia for the World Cup. Source: Supplied/FIFA

দু'মাসের লম্বা ছুটি নিয়ে সোমবার সিডনি ছাড়লেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি মাহবুব চৌধুরী। মাঠে বসে প্রিয় খেলোয়াড় নেইমারকে সমর্থন দিতে গন্তব্য মস্কো। মাহবুবের মত এমন অনেক প্রবাসী বাংলাদেশি যাচ্ছেন রাশিয়া বিশ্বকাপ ফুটবলে। বিমানে উড়ার ঠিক আগ মুহূর্তে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন মাহবুব চৌধুরী। পুরো কথোপকথন শুনতে উপরের লিঙ্কে ক্লিক করুন।


দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। চলছে সমর্থকদের সর্বাত্মক প্রস্তুতি। হাতে এসেছে মাঠে বসে প্রিয় দলের খেলা দেখার টিকেট। এরিমধ্যে নিশ্চিত করা  হয়েছে বিমানের টিকেটও। সবকিছু মিলে ফুটবল উম্মাদনায় অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা।

মাঠে বসে প্রিয় দল ব্রাজিলের সবক'টি খেলা দেখার ইচ্ছা থাকলেও, মাহবুব টিকেট পেয়েছেন মাত্রও একটি! "সাত ঘণ্টা কম্পিউটারের সামনে বসে থেকে টিকেট পেয়েছি মাত্রও দুইটি! যদিও ১৩টি টিকেটের জন্য আবেদন করেছিলাম," বললেন ফুটবল প্রেমী মাহবুব। 

"আশাতো থাকবে ব্রাজিল ফাইনালে যাক এবং চ্যাম্পিয়ন হউক। কিন্তু আমি সুন্দর ফুটবল দেখতে চাই, সেটা যে দলই হউক।"
FIFA World Cup Football
Mahbub Choudhury. Source: SBS Bangla
শুধু যে খেলা দেখা তা কিন্তু নয়, বরং এ উপলক্ষে ইউরোপ ঘুরে দেখার পরিকল্পনাও আছে ফুটবলপ্রেমীদের। 

"দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ক্ষতিগ্রস্ত দেশগুলো ঘুরে দেখতে চাই," বললেন সিডনি প্রবাসী বাংলাদেশি মাহবুব চৌধুরী।

এসবিএস বাংলার পেইজ।

Share