বিশ্ব মাতৃত্বকালীন মানসিক স্বাস্থ্য দিবস: গর্ভাবস্থায় উদ্বিগ্নতা এবং হতাশায় ভুগেন অভিবাসী নারীরা

An unidentified pregnant woman poses for a photograph.

An unidentified pregnant woman poses for a photograph. Source: AAP

মাতৃত্বকালীন সময়ে মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা বাড়াতে ৪ মে পালন করা হচ্ছে বিশ্ব মাতৃত্বকালীন মানসিক স্বাস্থ্য দিবস।


মা এবং তার পরিবারের অপরিহার্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই দিবসের উদ্দেশ্য। গর্ভাবস্থায় একজন মা মানসিকভাবে খুব বেশি বিপর্যস্ত থাকেন, যা তার স্বাভাবিক কার্যকলাপকে প্রভাবিত করে। এর ফলে শারীরিক এবং মানসিক দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব পরে শিশুর উপর। 

এদিকে, গর্ভাবস্থায় খুব কঠিন সময় পার করেন অস্ট্রেলিয়া প্রবাসী অনেক অভিবাসী নারী। এসময় দেশে থাকা বাবা- মাকে খুব বেশি মিস করেন তারা। দিনের বেশিরভাগ সময়ই তারা একাকীত্ব এবং বিষণ্ণতায় ভুগেন, যখন তাদের স্বামীরা কাজের জন্য বাসা থেকে বের হয়ে যান। 

দিবসটি উপলক্ষে একজন গর্ভবতী অভিবাসী নারী এবং মানসিক স্বাস্থ্য প্রশিক্ষকের সাথে কথা বলেছে এসবিএস বাংলা।  

কথোপকথন শুনতে উপরের লিঙ্কে ক্লিক করুন। 
Stock image mother and child.
Source: Flickr

Share