অস্ট্রেলিয়ার বাংলাভাষী কমিউনিটি ডিসেবিলিটির চ্যালেঞ্জ যেভাবে মোকাবেলা করতে পারেন

NDIS

NDIS Source: AAP

অস্ট্রেলিয়ার বিভিন্ন কমুনিটির মত বাংলাভাষীদের মধ্যেও ডিসেবিলিটি ইস্যুটি যথেষ্ট মনোযোগ দাবি করে। অনেক পরিবারই এ জন্য বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হন। এই চ্যালেঞ্জ থেকে কিভাবে উত্তরণ সম্ভব এবং এ ক্ষেত্রে কি কি সুবিধা তারা গ্রহণ করতে পারে এ বিষয়ে আমরা কথা বলেছি এডিলেইড ভিত্তিক ডেভেলপমেন্টাল এডুকেটর মোহাম্মদ তারিকের সাথে যিনি ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ইন ডিসেবিলিটি স্টাডিজ সম্পন্ন করেছেন এবং এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছেন।


ডিসেবিলিটি নিয়ে পরিবার গুলো যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হন এবিষয়ে মোহাম্মদ তারিক বলেন, অভিবাসী বা ইংরেজি না জানা পরিবারগুলোর মূল সমস্যা ভাষাগত এবং সামাজিক-সাংস্কৃতিক বাধা, তথ্য না জানা, কমুনিটির অনেকেই জানেনা কোথায় যেতে হবে, কিভাবে তথ্য পাওয়া যাবে, এবং সরকার থেকে কি কি সুবিধা আদায় করা যাবে।

ডিসেবিলিটি নিয়ে অনেক পরিবারে বেশ মানসিক-সামাজিক চাপ, স্টিগমা বা লজ্জাবোধ থাকতে পারে এগুলো তারা কিভাবে সামাল দেন ?   

                                                           
Disability in Bangla speaking community
মোহাম্মদ তারিক একজন ডেভেলপমেন্টাল এডুকেটর হিসেবে কাজ করছেন Source: Supplied
এ বিষয়ে তিনি বলেন, "ডিসেবিলিটি নিয়ে স্টিগমা বা লজ্জাবোধ শুধু আমাদের কমিউনিটিতে নেই, অস্ট্রেলিয়ার প্রায় সব কমিউনিটিতেই আছে, তবে নন-ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসা কমিউনিটিতে এই সমস্যা বেশ প্রকট। ডিসেবিলিটি ইস্যুটিকে স্বাভাবিকভাবে মেনে নেয়ার মানসিক অবস্থা এখনো তৈরী হয় নি। আমাদের কমুনিটির যাদের মধ্যে এই সমস্যা আছে তারা নিজেদের গুটিয়ে রাখি। মানসিক ভাবে এই বিষয়টিকে স্বাভাবিক প্রক্রিয়ায় মেনে নেয়ার উপায়টি এখনো তৈরী হয়নি, এটা নিয়ে আরো কাজ চলছে। এই স্টিগমা থেকে বেড়িয়ে এসে, এই অবস্থাকে মেনে নিয়ে পেশাদার লোকদের কাছে যেতে হবে যাতে শুরুর অবস্থা থেকেই রোগ নির্ণয় করা যায় এবং সম্ভাব্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা।"

ডিসেবিলিটির জন্য যেসব সরকারি সুবিধা পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে প্রধান সুবিধা হচ্ছে এনডিআইএস-এর সেবা।

মোহাম্মদ তারিক বলেন, "এই স্কিমের মাধ্যমে একজন প্রতিবন্ধী ব্যক্তি বেশ ভালো সহায়তা পান। এজন্য সেবাগ্রহণকারীকে এনডিআইএস-এর স্থানীয় শাখায় গিয়ে রেজিস্ট্রি করতে হবে। সেখানে তাকে পরীক্ষা করে তার সহায়তা পরিকল্পনা তৈরী করা হবে পেশাদার লোকদের দ্বারা।" 

তিনি বলেন, এই সহায়তা হতে পারে  বাসস্থান, আর্থিক কিংবা মেডিকেল থেরাপি। একজন প্রতিবন্ধী ব্যক্তিকে স্বাভাবিক ভাবে বেঁচে থাকার জন্য যেসব সহায়তা প্রয়োজন এনডিআইএস শুধু সেই সহায়তাগুলোই দেবে।

তবে মোহাম্মদ তারিক বলেন, এই সব সহায়তা নিতেও কমিউনিটিতে সোশ্যাল স্টিগমা কাজ করে। আবার অনেকে হয়তো সহায়তা নিলেও কমুনিটিতে আলোচনা করতে স্বাচ্ছন্দ বোধ করেন না।

"কোন পরিবারে ডিসেবিলিটি থাকলে সেটা তাদের জন্য কষ্টকর, কিন্তু এই অবস্থাকে স্বাভাবিক ভাবে মেনে নিতে হবে এবং যত দ্রুত সম্ভব, যত আর্লি স্টেজে সম্ভব, তাদের পেশাদারদের সহায়তা নিতে হবে, এটা তাদের সন্তানদের জন্যই মঙ্গল বয়ে আনবে।"   

এনডিআইএস-এর বাইরে পরিবার গুলো বিভিন্ন ফোরামে বা সমমনা গ্রুপে তাদের সমস্যা নিয়ে কথা বলতে পারে, তাছাড়া বিভিন্ন সংস্থা আছে যারা পরিবারগুলোকেও সহায়তা দেয়। 

পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করু

আরো পড়ুন:



Share