ইউক্রেন ছেড়ে আসার পর বাংলাদেশী ছাত্র ফাত্তাহ বলেন, আমরা এখন দেশে গিয়েই কী করবো? আমাদের তো সব শেষ

প্রায় এক সপ্তাহ ভ্রমণ করার পর, ইউক্রেন থেকে ফ্রান্সে পৌঁছেছেন বাংলাদেশী ছাত্র (বাম থেকে) ফাত্তাহ খান, ইউনুস আহমেদ এবং আমির হামজা। পথিমধ্যে পোল্যান্ডে তোলা ছবি।

প্রায় এক সপ্তাহ ভ্রমণ করার পর, ইউক্রেন থেকে ফ্রান্সে পৌঁছেছেন বাংলাদেশী ছাত্র (বাম থেকে) ফাত্তাহ খান, ইউনুস আহমেদ এবং আমির হামজা। পথিমধ্যে পোল্যান্ডে তোলা ছবি। Source: Fattah Khan

বাংলাদেশের সিলেট থেকে মাত্র মাস ছয়েক আগে ইউক্রেনে গিয়েছেন ফাত্তাহ খান। সেখানে রাশিয়ার আক্রমণের পর একটানা প্রায় এক সপ্তাহ ভ্রমণ করে এখন তিনি প্যারিসে পৌঁছেছেন। এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি।


কিভ সিটির ইউক্রেনিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ফাত্তাহ খান বলেন, আমরা এখন দেশে গিয়েই কী করবো? আমাদের তো সব শেষ।

ইউক্রেনের পরিস্থিতির উন্নতি হলে সেখানে ফিরতে চান তিনি।

“ব্যাক করার ইচ্ছা আছে। যদি সেখানের সমস্যাটির সমাধান হয়, তাহলে আমরা অবশ্যই সেখানে ব্যাক করবো। কারণ, আমাদের তো ঐখানে মানে টিউশন ফিজ সবগুলো দেওয়া, ইউনিভার্সিটিতে আমরা রেগুলার ক্লাসও করতাম।”

ইউক্রেন ছেড়ে ফ্রান্সে তার মতো আরও অনেক শিক্ষার্থী রয়েছেন, বলেন তিনি।

ফাত্তাহ খানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


Follow SBS Bangla on .
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share